সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

হারের পর বাসা থেকে বের হন না বিসিবি সভাপতি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ২৫০ বার

স্পোর্টস ডেস্কঃ  
আজ ইন্দোর টেস্টে ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। একেবারে ইনিংস ও ১৩০ রানের বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছেন মুমিনুল বাহিনী। স্বাভাবিকভাবে এই হারে হতাশ ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এই হারকে ছাপিয়ে টি-টোয়েন্টি সিরিজের হারটা এখনো দগদগে ক্ষতর মতো বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। আজ রাজধানীর পাঁচতারকা এক হোটেলে বঙ্গবন্ধু বিপিএলের লোগো উন্মোচন অনুষ্ঠানে কোনো রাখ ঢাক না রেখেই জানিয়ে দিলেন তাঁর হতাশার কথা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নাগপুরের সেই হারটা অবিশ্বাস্যই। ৪৩ বলে বাংলাদেশের দরকার ৬৫ রান, হাতে ৮ উইকেট—এই ম্যাচ তো জিতে বেরিয়ে আসবে দুনিয়ার যেকোনো দলই। খুব আহামরি বোলিং যে ভারতীয় বোলাররা করছিলেন, এমনটা নয়। কিন্তু ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ। জয়ের পথে থেকেও শেষ পর্যন্ত ৩৩ রানের হার সঙ্গী মাহমুদউল্লাহদের। এই হারটা এখনো মানতে পারছেন না বিসিবি সভাপতি।
ইন্দোর টেস্টে এমন হার প্রত্যাশার বাইরে ছিল কিনা? এমন প্রশ্নের নাজমুল জানান, ‘টেস্টের আগেই মন ভেঙে গিয়েছে। টেস্ট তো আরও পরে। প্রথম কথা হচ্ছে এবারের এই টি-টোয়েন্টি সিরিজে অনেক আশা ছিল আমরা জিতব। এর আগে তিন তিনবার আমরা ভারতের বিপক্ষে শেষ বলে বা শেষ ওভারে জেতা ম্যাচ হেরে এসেছি। বিশ্বকাপ বলেন, নিদাহাস ট্রফি বলেন, এমনকি এশিয়া কাপ। আমরা কিন্তু শেষ মুহূর্তে জেতা ম্যাচ হেরে এসেছি। যেগুলোতে আমাদের জেতার কথা।’
মোহাম্মাদ নাঈম শেখের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় হার। তাই বিসিবি সভাপতি কাঠগড়ায় তুলেছেন অভিজ্ঞদের, ‘আমার মনে প্রাণে বিশ্বাস ছিল, সাহস ছিল আমরা জিতব। যেহেতু প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেছিলাম, দ্বিতীয় ম্যাচটা ওরা ভালো খেলেছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু তৃতীয় ম্যাচটা নিশ্চিত জেতা ম্যাচ। এই হারটা আমি মেনেই নিতে পারি না। বাসা থেকেই বের হই না। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কোথাও যেতে চাই না। এই হারটা আমি মেনেই নিতে পারছি না। নাঈমের মতো নতুন খেলোয়াড় যদি রান করতে পারে, মিঠুন যদি রান করতে পারে। বাকি অভিজ্ঞ ক্রিকেটাররা কী করল। আপনারা হিসেব করে দেখেন সৌম্য, লিটন, মুশফিক, রিয়াদ—এদের চেয়ে অভিজ্ঞ খেলোয়াড় তো নেই। এরা যদি ১০ করে ৪০ রানও করত, আমরা ম্যাচটা জিতে যাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ