রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:২০ অপরাহ্ন

হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সাংহাই বাঁধ পরিদর্শন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪২৪ বার

মোঃ আবু সঈদ, দক্ষিণ সুনামগঞ্জ থেকেঃ
গতকাল বৃহস্পতিবার হাওর বাঁচাও,সুনামগন্জ বাঁচাও আন্দোলনের সদস্যবৃন্দ সাংহাই বাঁধের জয়কলস ইউপির ৪ ও ১৬ নং পিআইসি পাথারিয়া ইউপির ৪,৫,২৩ নং পিআইসি’র হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্হিত ছিলেন হাওর বাঁচাও,সুনামগন্জ বাঁচাও আন্দোলন দক্ষিন সুনামগন্জ উপজেলা শাখার যুগ্ন আহব্বায়ক রাধিকা রন্জন তালুকদার, নির্বাহী সদস্য ও সাংবাদিক মোঃ আবু সঈদ,নির্বাহী সদস্য ও সাবেক পশ্চিম পাগলা ইউপি সদস্য আব্দুর রহমান,সাংবাদিক নাইম তালুকদার। সরেজমিন পরিদর্শনে দেখা যায়,সাংহাই হাওরের পি আই সি বাঁধের নিকট হইতে মাটি উত্তোলন করা হয়েছে। কাজ চলমান রয়েছে কিন্তু কাজে ত্রুটি লক্ষ্য করা যায়।পি আই সি কমিটির সদস্য রোমান আহমদ বলেন- ২২০০ ফুট কাজ করেছি ৫ ফুট উচ্চতায় বাকী অংশ চেয়ারম্যান সাহেব কম করতে বলেছেন। শবদুন নুর বলেন- সিডিউল সম্পর্কে জানিনা। চেয়ারম্যান সাহেব যেভাবে বলেছেন সেভাবে করেছি। জামলাবাজ নিবাসী নাম অঞ্জাত ব্যক্তি বলেন- আমি দুর থেকে মাটি আনার জন্য বলে ছিলাম তাই আর ও বেশী কাছে থেকে মাটি খাটছে। জাহানপুর নিবাসী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদ্বয় বলেন- মেম্বার দায় সাড়া হয়ে কাজটি করেছে। না কইরা পারছে না এর লাগি করছে। বরং আগে আমরার রাস্তা উচা ছিল এখন কাইট্টা, চাইচ্চা নিচা অইছে। বাঁধের একেবারে নিকট থেকে মাটি তোলা হয়েছে। বৃষ্টি পড়লেই ধ্বসে যেতে পারে এমন ঝুকিপূর্ণ স্থান কিছু রয়েছে। একটি ছাড়া বাকি কোনটিতে সাইন বোর্ড পাওয়া যায়নি।পরিদর্শনকৃত কাজগুলো চলমান আছে আবার কিছু পিআইসি’র কাজ শেষ পর্যায়ে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ