রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

হাওরে সুশাসন কৃষি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সুশীল সমাজের করণীয় শীর্ষক মতবিনিময়

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ২৪০ বার

 

স্টাফ রিপোর্টার: দক্ষিণ সুনামগঞ্জে হাওরে সুশাসন কৃষি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সুশীল সমাজের করণীয় শীর্ষক মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে দিন ব্যাপী এএলআরডির অর্থায়ন ও আয়োজনে উপজেলার এফআইভিডিবি হলরুমে এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মির্জা মো: আজিম হায়দারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এএলআরডিার উপ-নির্বাহী পরিচালক রওশনআরা মনি, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সাতক্ষিরার এক্সিউটিব ডিরেক্টর কৃষ্ণ পদ মুন্ডা, র‌্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ এবাদুর রহমান বাদল, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মোছা, চলন বিল উড্ডয়ং সোসাইটির চীপ এক্সিউটিব এস এম মিজানুর রহমান, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা তালতলী বগুনার এক্সিউটিব ডিরেক্টর মোঃ রফিকুল আলম, সাথী নাটোরের এক্সিউটিব ডিরেক্টর শিবলী সাদিক, পল¬ী উন্নয়ন প্রকল্প এর চীপ কো-অর্ডিনেটর মোঃ আবু হাসনাত, নবনিতা মহিলা কল্যাণ সমতি নরসিংদির এক্সিউটিব ডিরেক্টর আতিকা হোসাইন রাণী, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেপল্যাপম্যান্ট সোসাইটি দুর্গাপুর নেত্রকোনার এক্সিউটিব ডিরেক্টর সাইদা শামীমা সুলতানা,এসিডিএফ মধুপুর টাংগাইলের জুয়েল রিচেল, সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা সুজনের নির্বাহী পরিচালক নির্মল বট্টাচার্য্য, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাশ্মীর রেজা, ইরার প্রতিনিধি মো: মোশাররফ হোসেন, পদ্ধা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক মো: সাজ্জাদুর রহমান।

আরও বক্তব্য রাখেন, সিলেট ডেভলপমেন্ট সোসাইটি এসডিএসের নির্বাহী পরিচালক মো: আব্দুল হামিদ, আরপিডব্লিউএসের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, রাইছ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কামরুল ইসলাম, বিআরডিএস সুনামঞ্জের পরিচালক আনোয়ার হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, হাওর উইমেন ডেভলপমেন্ট অরগানাইজেশনের নির্বাহী পরিচালক শাহীন রহমান, স্বপ্ন রানার পরিচালক জাহাঙ্গীর আলম, আরডিএএসের পরিচালক মিজানুল হক সরকার, পাশা এর নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, প্রচেষ্টার নির্বাহী পরিচালক আলী নাকী খান, হাউস এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, হাসি‘র নির্বাহী পরিচালক আকরাম হোসাইন রুমি, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের একে কুদরত পাশা, এইচআরএম এর সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দাশ, জাতিয়া আধিবাসী পরিষদের নরান প্রদান,বিআরএফের দিপুরাম রবিদাশ, নারী নেত্রী জান্নাতুল মারিয়া কল্পনা, রওশন আরা বেগম, সালেহা বেগম, সেলিনা আবেদীন প্রমুখ।

দিন ব্যাপী মতবিনিময় সভায় সুচিন্তিত মতামত ও আলোচনার ভিত্তিতে হাওরবাসীর সুরক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকসমূহ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ