বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

হবিবপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে বয়স্ক ও বিধবা নারীদের মাঝে বস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২০২ বার

স্টাফ রিপোর্টার::

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে হবিবপুর গ্রামের বয়স্ক ও বিধবা নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে হবিবপুর ছাত্র কল্যাণ পরিষদ।

বুধবার বিকেলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হবিবপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি টনিক চৌধুরীর সভাপতিত্বে ও শাওন তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হবিবপুর ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কাঞ্চন চন্দ্র দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পরিতোষ দাশ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান এড. অবনী মোহন দাস , অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক প্রেমতোষ দাশ, শাহীদ আলী পাঃপাঃ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডার নিরঞ্জন তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বনাথ দাশ, বিজেন্দ্র কুমার দাস, হবিবপুর দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অনিল পুরস্কায়স্থ, সাধারণ সম্পাদক রিপন তালুকদার, সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, অফিস সহকারী সুকেশ দাশ সহ সংগঠনের সদস্যরা প্রমুখ।

বক্তারা হবিবপুর ছাত্রকল্যাণ পরিষদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন,কাজ অব্যহত রাখার তাগিদ দেন এবং আগামী দিনগুলোতে পাশে থাকার প্রতিশ্রতি প্রদান করেন। এরপর হবিবপুর গ্রামের বয়স্ক ও বিধবা নারীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরন শেষে পরিষদের সভাপতি টনিক চৌধুরী বক্তব্য প্রদানের করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ