রিপোর্ট:
হবিগঞ্জ জেলার বাহুবল থানার ভেতরে লাগানো গাছের চারা খেয়ে ফেলার অভিযোগে ছাগল আটকের ঘটনায় আলোচনার ঝড় বইছে। অনেক চেষ্টা করেও থানা থেকে ছাগলটি ছাড়াতে না পেরে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) শরণাপন্ন হয়েছিলেন ছাগলের মালিক।
কিন্তু তাতেও কাজ হয়নি। সংসদ সদস্য থানায় কল দেওয়ার পরেও আটক ছাগলটি ছাড়েননি ওসি। শেষ পর্যন্ত ছাগলটিকে স্থানীয় একটি খোঁয়াড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, বাহুবল সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক আহমেদের একটি রাম ছাগল মঙ্গলবার বাহুবল থানার ভেতরে লাগানো কয়েকটি গাছের চারা খেয়ে ফেলে। এ ঘটনায় পুলিশ ছাগলটি আটক করে।
ইউপি সদস্য ফারুক আহমেদ বলেন, ‘গত মঙ্গলবার আমার ছাগলটি থানায় আটক করা হয়। উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে মাধ্যমে যোগাযোগ করা হলেও ছাগলটি ছাড়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের শরণাপন্ন হয়েছিলাম। তিনি বাহুবল থানার ওসিকে কল দিয়েছিলেন। তারপরও ছাগলটি ছাড়া হয়নি।’
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান বলেন, ‘ইউপি সদস্যের ছাগলটি থানার ভেতরের বনায়ন বিনষ্ট করায় এটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য কল দিয়েছিলেন।’
এ বিষয়ে কথা বলতে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
সুত্র: রাইজিংবিডি