স্টাফ রিপোর্টার:: প্রকৃতিতে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ার গৃহবন্দী হয়ে পড়েছেন দক্ষিণ সুনামগঞ্জ বাসী। সকালে একটুখানি আলোর ঝিলিক দেখা গেলেও হঠাৎ শুরু হয়ে যায় টিপটিপ বৃষ্টি। দুপুর থেকে শুরু হয়ে সারাদিন ধরে চলছে তো চলছেই; তার যেন থামার কোন অবকাশ নেই। এদিকে বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পাড়ছেন না জনসাধারণ।
বৃষ্টির সাথে সাথে শীতের আগমনও ঘটেছে আবার। হাট বাজার গুলো মানব শুন্য হয়ে পরে রয়েছে। মানুষ এখন ঘরে বসেই সময় কাটাচ্ছে। হঠাৎ বৃষ্টিতে বিশেষ সমস্যায় পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। নিত্যদিনের মত কাজ না করতে পারায় ভোগান্তির মধ্যে রয়েছেন তারা। হাট বাজারের ব্যবসায়ীরাও পড়েছেন ক্রেতা শুন্যতায়। বৃষ্টির কারনে মানুষ হাট বাজারে না যাওয়ায় লোকসানের অংক কষছেন তারাও। বৃষ্টির কারণে অনেক পথঘাট কাদাযুক্ত হয়ে পড়ায় মানুষের চলাচলের বিগ্ন ঘটছে। হঠাৎ বৃষ্টি মানুষের কাছে যেন হঠাৎ ভোগান্তির রুপ নিয়েছে।