শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

হজযাত্রী মৃত্যুর সংখ্যা অর্ধশত ছাড়ালো

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ আগস্ট, ২০১৮
  • ৩৬২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: পবিত্র হজ শুরুর প্রাক্কালে আরও পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে পবিত্র হজ পালন করতে গিয়ে মোট ৫১ জন মারা গেলেন। বাংলাদেশ হজ মেডিকেল টিমের টিম লিডার ডা. মো. জাকির হোসেন খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এদিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্র জানায়, গতকাল শুক্রবার পর্যন্ত মোট ৪৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। তন্মধ্যে মক্কায় ৩৮, মদিনায় ৬ ও জেদ্দায় ২ জন।
তবে সর্বশেষ যারা মারা গেছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি জাকির হোসেন।

এ বছর হজযাত্রী ও হজ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ১ লাখ ২৭ হাজার ২৭৫ জন সৌদি আবর গেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয় গত ১৪ জুলাই। বিমানের হজ ফ্লাইট শেষ হয় গত বুধবার। পবিত্র হজ পালিত হবে আগামী ২০ আগস্ট। ফিরতি হজ ফ্লাইট আগামী ২৭ আগস্ট শুরু হয়ে চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ