মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

সড়ক পরিবহন আইনের পূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে নিসচার সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২১৭ বার

সুনামগঞ্জ প্রতিনিধি::   

সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্থবায়নের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’ জেলা কমিটির এ সম্মেলনের আয়োজন করে। এ সময় সংগঠনের জেলা সভাপতি মহিম তালুকদার লিখিত বক্তব্য পাঠ করেন। সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সাংবাদিক মাসুক মিয়া, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও নিসচার প্রচার সম্পাদক কর্ণবাবু দাস প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরও ২০১৯ সালের ১ নভেম্বর প্রয়োগের দিন থেকেই পরিবহন সেক্টরের একটি অশুভ শক্তির বাধার কারণে আইনটি হোঁচট খাচ্ছে। যে কারণে প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা। আমরা সড়ক পরিবহন আইনের পূর্ণ বাস্থবায়ন চাই। বক্তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ড্রাইভারদের প্রশিক্ষণ ও শিশু শ্রম বন্ধে কাজ করার জন্য আহবান জানান বক্তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, ইউএনবির জেলা প্রতিনিধি অরুন চক্রবর্তী, রির্পোটার্স ইউনিটির সহ-সভাপতি মাসুম হেলাল, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিনিধি এ কে কুদরত পাশা, দৈনিক জালালাবাদ পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ বিশ^জিৎ সেন পাপন, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি আল-আমীন, সুনামগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার রুজেল আহমদ, দৈনিক প্রতিদিন সংবাদের প্রতিনিধি আব্দুল কাইয়ুম, শ্রমিকলীগের তৈয়বুর রহমান, নিসচার সাংগঠনিক ফোয়াদ মনি তালুকদার, জেলা কমিটির সদস্য আবু হানিফ নোমান, আবু সাঈদ, শুভন গোশ^াসমী, জাকওয়ান আহমেদ, রাজু আহমেদ রাজুক, শাহিনুর আলম সাগর প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ