স্পোর্টস ডেস্ক::
সাঞ্জু স্যামসনের সেঞ্চুরির পরও পরাজয় এড়াতে পারেনি তার দল রাজস্থান রয়েলস। রাজস্থানের করা ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে এক ওভার আগেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে সানরাইজার্স হায়দরাবাদ।
উদ্বোধনী জুটিতে ১১০ রান যোগ করে দলকে জয়ের স্বপ্ন দেখান ওয়ার্নার ও বেয়ারস্ট্রো।
৩৭ বলে দুই ছক্কা ও ৯টি চারের সাহায্যে ৬৯ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়া ৪৫ রান করেন জনি বেয়ারস্ট্রো।
শেষ দিকে ১৫ বলে ৩৫ রান করেন বিজয় শঙ্কর। ১২ বলে ১৬ রান করেন ইউসুফ পাঠান। শেষ দিকে ৮ বলে ১৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বর্তমান বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান।
এর আগে সাকিবহীন হায়দরাবাদের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালান সাঞ্জু স্যামসন। চলতি আইপিএলের অষ্টম ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তোলেন রাজস্থান রয়েলসের এই তারকা ক্রিকেটার।
হায়দরাবাদের বোলারদের তুলোধুনে করে আইপিএলের চলমান ১২তম আসরের প্রথম সেঞ্চুরি করেন স্যামসন।
৫৫ বল খেলে ১০টি চার ও চারটি ছক্কায় অপরাজিত ১০২ রান করেন স্যামসন।
সাঞ্জুর সেঞ্চুরিতে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রাজস্থান।
এছাড়া ৪৯ বলে ৭০ রান করেন ওপেনার আজিঙ্কা রাহানে। দলীয় ১৫ রানে ওপেনার জস বাটলারের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে অধিনায়ক রাহানের সঙ্গে ১১৯ রানের জুটি গড়েন স্যামসন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এনিয়ে দুটি সেঞ্চুরি করেছেন স্যামসন। এর আগেও ১০২ রানের ইনিংস খেলেছেন তিনি। আইপিএলে এ পর্যন্ত ৮৩ ম্যাচ খেলে দুই সেঞ্চুরি এবং ১০টি ফিফটির সাহায্যে ১৯৯৯ রান করেন ভারতীয় এই ক্রিকেটার।
শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়েলস।