দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে ১২ লাখটাকা জরিমানা করা হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৩তম আসরের ২০তম ম্যাচে স্লো ওভার রেটের কারণে তাকে এই জরিমানা করেন ম্যাচ রেফারি।
মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৭ রানে পরাজিত হয় স্টিভ স্মিথের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। পরাজয়ের পর আরও একটি দুঃসংবাদ শুনতে হলো রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথকে।
স্টিভ স্মিথের আগে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আয়ারকেও জরিমানা দিতে হয়েছিল।
আইপিএলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৬ অক্টোবর আবুধাবিতে অনুষ্ঠিত মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলের ম্যাচে স্লো ওভার রেটের কারণে রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। যেহেতু রাজস্থানের এটি প্রথম ভুল, তাই আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী এই সাজা দেয়া হল।