মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নিতে সরকার কাজ করছে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৬৯ বার

স্টাফ রিপোর্টার::

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার। মানুষের সুবিধার জন্য যা প্রয়োজন সব করব আমরা৷ আওয়ামীলীগ সরকারের আমলে দেশে ঝড়ের বেগে উন্নয়ন হচ্ছে। শুধু স্বাস্থ্যখাতই নয় সব ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত আছে।

সোমবার(১৪ মার্চ) বিকেলে ৫০ শয্যা বিশিষ্ট শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃ বিভাগীয় সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, পৃথিবীতে বাঙ্গালিরাই দেশের কথা বেশি বলে। প্রতিটি মানুষের মুখেমুখে দেশের নাম। দেশের মানুষ এই সরকারে খুশি। স্বীকার করি দেশে স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণ না, অনেক মানুষ এখনো তিন বেলা ভালো খাবার খেতে পারেন না। তবে আমরা চেষ্টা করছি মানুষকে উন্নত জীবন দেয়ার জন্য। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানুষের উন্নত জীবনের জন্য আমরা কাজ করছি এবং আমরা এ ক্ষেত্রে সফল হবোই। আমি আশাকরি আমাদের স্বাস্থ্য বিভাগের যারা আছেন তারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করবেন। মানুষকে সেবা দিবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরিফী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) হিমাংশু লাল রায়, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিৎ মজুমদার, প্রাক্তন সিভিল সার্জন শামস উদ্দিন, সুনামগঞ্জের সিভিল সার্জন আহমদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, ওসি কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার প্রমুখ।

এসময় পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ