এমন রূপ! আর কোথাও কি আছে ?
বৃত্তাকার এ ধরা মাঝে!
যেথায় দিগন্ত জোড়া বিস্তৃত শ্যামলীমা,
মৃত্তিকা ভেদিয়া উদিত ধানের শীষ,
সবুজের বুকে সোনালী হাসি, সৃষ্টির মহিমা!!
কোথাও কি, পাবে এমন?
প্রকৃতির স্বাচ্ছন্দ খেয়ালীপনা!!
কখনও নীল, কখনও কালো, কখনও বা রোদ ঝলমলে –
আকাশে, সাদা সাদা মেঘের আল্পনা।
কোথাও কি আছে, এমন স্থান?
যেথাকার সুনির্মল বাতাসে মৌ মৌ ঘ্রাণ
সবুজ গালিচায় নগ্ন পায়ে হাটা চির তরুণ প্রাণ।
এমনি স্বর্গপূরী! প্রিয় জন্মভূমি,
চির অপরূপ রূপে, অমলিন থেক তুমি।
ফয়ছল আহমদ- প্রভাষক( ইতিহাস),ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ।