সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

স্বপ্নের আমেরিকায় যাওয়া হলো না কাষ্টঘরের কায়ছান দম্পতির

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
  • ২২৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক :: আমেরিকার ভিসা পেয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন কায়ছান ইসলাম চৌধুরীর পরিবার। আর কিছুদিন পর সেই স্বপ্নের দেশে পাড়ি জমানোর কথা ছিলো তার। আমেরিকার ভিসাপ্রাপ্তির আনন্দ উদযাপনে স্ত্রী ও সন্তানদের নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন কায়ছান। কিন্তু তা আর হলো না! সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট বিমানবন্দর সড়কের লাক্কাতুড়ায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনার শিকার হয়ে স্ত্রী রাফিয়া সুলতানাসহ চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন তিনি। এ দূর্ঘটনায় আহত হয়েছেন তাদের দুই সন্তান মেহনাজ চৌধুরী (৮) ও শেহজাদ আহমদ চৌধুরী (৫)।
জানা গেছে, সিলেট ওসমানী বিমানবন্দর সড়কে লাক্কাতুড়া চা বাগান এলাকায় আম্বরখানাগামী পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী একটি লরি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা কায়ছান চৌধুরীর পরিবার গুরুতর আহত হয়। পরে আহতদের ওসমানী হাসপাতালে নিয়ে আসলে মারা যান কায়ছান ইসলাম চৌধুরী (৪০) ও তার স্ত্রী রাফিয়া সুলতানা (৩৫)।
কায়ছান চৌধুরী সিলেট নগরীর কাষ্টঘর এলাকার ভাদেশ্বর হাউজের বাসিন্দা । তিনি দক্ষিণ ভাদেশ্বর রাজাপুর গ্রামের এস এম ইসলাম মঈনের ছেলে।
কায়ছান চৌধুরীর পরিবারসূত্রে জানা গেছে, দূর্ঘটনার পর আহত সিএনজি চালককে হাসপাতালে আনা হলেও সে বর্তমানে লাপাত্তা রয়েছে। কায়ছান চৌধুরীর দুই সন্তানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহদাত হোসেন সিলেটভিউকে জানান, ঘটনাস্থলের অদূর থেকে তেলবাহী লরিসহ চালক আলাউদ্দিনকে আটক করা হয়েছে। সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ