দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় ম্যানেজিং কমিটির ভুমিকা অগ্রগন্য। অথচ এখন এখানে প্রায়শই নিরক্ষর বা কম শিক্ষিত লোক দেখা যায়। যারা কিভাবে শিক্ষার মানোন্নয়ন করা যায় তা বুঝেনা। যারা শিক্ষককে সামান্য সৌজন্যতা জানেনা। যারা আদেশ, উপদেশ, পরামর্শ, নির্দেশ এই শব্দগুলোর ব্যবহার জানেনা তারা কি করে ম্যানেজিং কমিটিতে আসে? তাই ম্যানেজিং কমিটির সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পরিপত্রের দ্বারা সভাপতি নূন্যতম বিএ ও অন্যান্য সদস্য এইচএসসি পাশ নির্ধারণ করা উচিত। যাতে করে শিক্ষার মানোন্নয়নে যৌক্তিক পরামর্শদান ও শিক্ষকের মর্যাদা দানের মত জ্ঞান থাকে।
লেখক- মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী।