স্টাফ রিপোর্টার::
পুলিশের গোয়েন্দা তৎপরতায় বেরিয়ে আসতেছে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী রাজনা হত্যাকান্ডের রহস্য। হত্যাকান্ডে জড়িত থাকা সন্দেহে চাচাতো ভাই সালমান ও চাচী আইরুন্নেছাকে শান্তিগঞ্জ থানার পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৭ জুলাই) দুপুরে শান্তিগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এস,আই মো. নাজমুল হক সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের এর বিচারক মুহাং হেলাল উদ্দীনের আদালতে হাজির করেন।
তদন্তকারী কর্মকর্তা মো. নাজমুল হক জানান, রাজনা হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য আগামীকাল সংশ্লিষ্ট আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রাজনা হত্যার মুল আসামী রাজনার চাচাতো ভাই সালমান ও চাচী আইরুন্নেছার কাছ থেকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য উদঘাটিত হয়েছে।
উল্লেখ্য- গত ২২ জুলাই সন্ধ্যায় বস্তাবন্দি অবস্থায় শান্তিগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের দিরাই-মদনপুর সড়কে পাশে স্কুলছাত্রী রাজনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাজনার বাবা ইসাইল মিয়া বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় অজ্ঞাত নামা মামলা করে দায়ের করেন।
এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্লু-লেস হত্যাকান্ডটির রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের দাবি করছেন এলাকাবাসী ও স্কুল ছাত্রী রাজনার পরিবার।
এই ঘটনায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে শান্তিগঞ্জ থানা পুলিশ। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী ও সিনিয়র সহকারি পুলিশ সুপার শুভাশীস ধরের নির্দেশনা হত্যাকান্ডের জড়িত আসামিদের সনাক্ত ও হত্যার আলামত সংগ্রহ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হক। নির্ভরশীল তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নিহত রাজনার চাচাতো ভাই সালমান মিয়া ও চাচী আইরুনকে আটক দেখিয়ে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার বিকালে আদালতে হাজির করলে কারাগারে পাঠান বিচারক।