শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

সেমিফাইনালে বৃষ্টি? পূর্বাভাসে খুশি-দুশ্চিন্তা দুটিই হবে ভারতের!

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৪৪৯ বার

স্পোর্টস ডেস্কঃ  
আগামীকাল ম্যানচেস্টারে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর বলছে, ম্যাচের একটি বড় অংশ বৃষ্টিতে ভেসে যেতে পারে। সে ক্ষেত্রে আগামীকাল খেলা মাঠে গড়াতে না পারলে বুধবার রিজার্ভ ডে তে মাঠে নামবে দুই দল।
দীর্ঘ গ্রুপ পর্ব শেষে আগামীকাল শুরু হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয় ও দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়ার হারের ফলে শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে ওঠায় সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডকে পেয়েছে ভারত। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকালের সেমিফাইনালে বাগড়া দিতে পারে বৃষ্টি!
যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ম্যানচেস্টারে আগামীকাল বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। বৃষ্টিতে পুরো ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। খেলা হলেও নির্ধারিত সময়ে শুরু হওয়ার সম্ভাবনা বেশ কম। সে ক্ষেত্রে বৃষ্টির কারণে বেশ কিছু ওভার কমে আসতে পারে।
ব্রিটিশ আবহাওয়া অধিদপ্তর বলছে, ম্যাচ শুরু হওয়ার সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ। স্থানীয় সময় বেলা ১টার পরে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে। ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল ১০টায়। সে ক্ষেত্রে ম্যাচের বেশ অনেকটা অংশ ভেসে যেতে পারে বৃষ্টিতে, এমন আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় ম্যাচের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে ডাকওয়ার্থ-লুইস মেথড।
বিবিসির আবহাওয়া প্রতিবেদনের পূর্বাভাসও অনেকটা একই কথা বলছে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হওয়ার কথা জানাচ্ছে বিবিসিও। বেলা বারোটা থেকে দুইটা পর্যন্ত বৃষ্টির তীব্রতা বেশি থাকবে বলেও জানাচ্ছে তারা। বেলা তিনটার পর বৃষ্টি কমে আসতে পারে বলে জানিয়েছে বিবিসির আবহাওয়া প্রতিবেদন। সারা দিনে তাপমাত্রাও থাকবে বেশ কম। তাপমাত্রা সর্বোচ্চ ১৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে বিবিসি।
গ্রুপ পর্বে দুই দলের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। খেলা না হওয়ায় এক পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিল দুই দলই। তবে সেমিফাইনালে পয়েন্ট ভাগ করার সুযোগ থাকছে না। নক আউট পর্বে বৃষ্টি বাগড়া দিলে রিজার্ভ ডে এর ব্যবস্থা রেখেছে আইসিসি। বৃষ্টির কারণে আগামীকাল খেলা না হলে বুধবার একই মাঠে আবার মাঠে নামবে দুই দল।
তবে আশঙ্কার বিষয়, পরশুও ম্যানচেস্টারে বৃষ্টির শঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে যদি রিজার্ভ ডেতেও খেলা মাঠে গড়াতে না পারে, তাহলে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে ফাইনালে চলে যাবে ভারত। কারণ টুর্নামেন্টের নির্ধারিত নিয়ম অনুযায়ী, রিজার্ভ ডে তেও সেমিফাইনাল হতে না পারলে দুই দলের মধ্যে গ্রুপ পর্বে যারা ওপরে ছিল, তারাই ফাইনালে যাবে। সে হিসেবে রিজার্ভ ডে তেও বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে ফাইনালে যাবে ভারত।
তাহলে তো ভারতের খুশি হওয়া উচিত। কিন্তু বৃষ্টিতে পুরো ম্যাচ যদি ভেসে না যায়? আশিংক বৃষ্টিতে আবার বিপদে পড়তে পারে ভারত। কিঞ্চিৎ মেঘলা কন্ডিশনেই কিউই পেসাররা ভারতকে ভুগিয়েছিল দুই দলের প্রস্তুতি ম্যাচে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ