শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন

সেপ্টেম্বরের আগে ফুটবল চায় না ফিফা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৫৯ বার

স্পোর্টস ডেস্কঃ  
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে বিশ্বের সকল খেলাধুলাই বন্ধ। তবে মাঠে ফুটবল ফেরাতে পরিকল্পনা করছে ইউরোপের বিভিন্ন দেশ।
কিন্তু তাদের এই পরিকল্পনায় সায় দিচ্ছে না ফুটবলের প্রধান সংস্থা ফিফা। সেপ্টেম্বরের আগে কোনোভাবেই মাঠে ফুটবল খেলা হোক তা চান না ফিফার মেডিকেল কমিটির চেয়ারম্যান মাইকেল ডি হজ।
যদি সেপ্টেম্বরের আগে ফুটবল ফেরানো হয়, তবে তা ভুল হবে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করে স্কাই স্পোর্টসকে ডি হজ বলেন, ‘কঠিন এক সময় যাচ্ছে। এখনো কোন দেশে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কিন্তু এরমধ্যে ফুটবল শুরুর পরিকল্পনা করছে ইউরোপের কয়কটি দেশ। কিন্তু তারা ভুল চিন্তা করছে। সেপ্টেম্বরের আগে কোনোভাবেই খেলা শুরু করা ঠিক হবে না। পরিস্থিতি স্বাভাবিক না হলে, পরবর্তীতে তা আরও খারাপ আকার ধারন করতে পারে। ‘
বিভিন্ন দেশের সকল ফুটবল ফেডারেশনকে ধৈর্য্য ধারণের পরামর্শ দিলেন ডি হজ।
তিনি বলেন, ‘প্রতিযোগিতামূলক ফুটবল ফেরার মতো পরিস্থিতি এখনো কোথাও তৈরি হয়নি। আরও সময় প্রয়োজন। সকলকে আরও ধৈর্য্য ধারণ করতে হবে। পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। নয়তো খেলোয়াড় ও আয়োজকদের জন্য সমস্যা বাড়তে পারে। ‘

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ