রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

সেন্টমার্টিনে আটকা পড়েছে ২ হাজার পর্যটক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৪৩৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে দুই হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন। বৈরী আবহাওয়ায় কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায়পর্যটকরা আটকা পড়েছেন বলে জানা গেছে।
বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে মঙ্গলবার সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে যারা রাতে সেখানে ছিলেন তারা আটকা পড়েছেন।
জেলার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, আবহাওয়ার বৈরী থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে যারা রাতে সেখানে ছিলেন তারা আটকা পড়েছেন।
কতজন পর্যাটক আটকা পড়েছে জানতে চাইলে তিনি বলেন, দুই হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন।আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।
বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুতে পশ্চিমা লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে।সমুদ্র উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া, বজ্রপাতসহ গুঁড়িগুঁড়ি ও মাঝারি আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই কক্সবাজারসহ দেশের সব সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উপকূলীয় এলাকায় চলাচলকারী মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযানকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয় সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন,বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা দেখাতে বলা হয়েছে।আবহাওয়ার এ পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত থাকার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ