স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে মার্চে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন মাশরাফি। এরপর করোনার লম্বা বিরতি। এর মাঝে নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হন।
সুস্থ হওয়ার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলবেন বলে প্রস্তুতিও নেওয়া শুরু করেন। তখনই আবার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মাশরাফি। চোট থেকে সেরে উঠে যোগ দেন খুলনা দলে। এমন পরিস্থিতিতে তার পারফর্মেন্স নিয়ে দলের একটা শংকা তো থাকেই। কিন্তু তিনি ভক্তদের হতাশ করেননি।
গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে আরেকবার নিজেকে প্রমাণ করলেন মাশরাফি বিন মোর্তজা। সোমবার চট্টগ্রামের বিপক্ষে আবারও জ্বলে উঠলেন তিনি। তার আগুনঝরা বোলিংয়ে ৪৭ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠেছে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন জেমকন খুলনা।
মাশরাফি এ ম্যাচে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন। বল হাতে প্রথমবারের মতো তুলে নেন পাঁচ উইকেট।