স্পোর্টস ডেস্কঃ
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুদলেরই মূল লক্ষ্য শিরোপা জয়। সেই লক্ষ্য নিয়ে শুক্রবার বিকাল পৌনে ৪টায় ডাবলিনের মালাহাইডে মুখোমুখি হবে ক্যারিবীয়-টাইগাররা।
বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে পারেনি। এ নিয়ে সপ্তমবারের মতো এমন টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে মাশরাফিরা। ২০১৮ সালের তিন জাতি সিরিজ, নিদাহাস ট্রফি কিংবা গত এশিয়া কাপ— প্রতিটি ফাইনাল বেদনার গল্প হয়ে আছে। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়ে পরাজিত হওয়া যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে টাইগারদের।
স্বাভাবিকভাবে সেই দুঃখ পোড়ায় সমর্থকদের। এবার সেই আক্ষেপ ঘোচাতে চানটাইগাররা। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামছেন তারা।
ফাইনালের আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে! আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন সাকিব আল হাসান। তার চোট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি ফাইনালি লড়াইয়ে মাঠে নামতে পারবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়।
দেশসেরা অলরাউন্ডার খেলতে না পারলে শিরোপা নির্ধারণী ম্যাচে একাদশে দেখা যেতে পারে মিরাজকে। এ ছাড়া আরও রদবদল ঘটতে পারে।
তবে যে করেই হোক শিরোপা চাই-ই চাই বাংলাদেশের। সিরিজে এখনও কোনো ম্যাচ হারেনি লাল-সবুজ জার্সিধারীরা। সেই ধারা অব্যাহত রাখতে চান তারা। অপরাজিত থেকে শিরোপা জিতে বিশ্বকাপ প্রস্তুতি সারতে চায় মাশরাফি বাহিনী।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, আগে অনেক কথা হয়েছে, অনেক অভিজ্ঞতা পেয়েছি। সেগুলো সুখকর ছিল না। এবারও যেকোনো কিছুই হতে পারে। আরেকবার সুযোগ এসেছে, আমরা আবারও চেষ্টা করব।
তবে স্বপ্নপূরণ যে সহজ হবে না- তা বলা বাহুল্য। আগের দুই ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে উইন্ডিজ। ফাইনালে জিতে প্রতিশোধ নিতে চান ক্যারিবিয়ানরা। মূল মঞ্চে জিততে মরিয়া তারা।