নিজস্ব প্রতিবেদক :: আগামী ১৬ নভেম্বর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ।সম্মেলনকে কেন্দ্র করে তৃনমূল কর্মীদেরে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। জেলা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সম্মেলনে যোগ দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন।
এ বছর সুনামগঞ্জের তৃণমূল নেতা কর্মীরা চান জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরীকে সুনামগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দেখতে চায়।
সুনামগঞ্জ জেলার তৃনমূলের সর্বস্তরের নেতা কর্মীদের দাবি হলো-বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সুনামগঞ্জ জেলার সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলার সাবেক নেতা, সোয়েব চৌধুরীকে কেন্দ্রীয় কমিটিতে যেন গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়। এতে করে সুনামগঞ্জে স্বেচ্ছাবেকলীগের তৃণমূল কমিটি আরও শক্তিশালী হবে।
স্বেচ্ছাসেবকলীগের কর্মী শাহাব উদ্দিন বলেন, সুয়েব চৌধুরী এক জন কর্মী বান্ধব নেতা। তিনি সব সময় দলের দুর্দিনে কাজ করে গেছেন। তিনি সব সময় দলের কি ভাবে ভাল সে দিকে খেলায় রাখতেন। নিজের কথা কোনও সময়ই চিন্তা করেন নি। অনেকেই দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন কিন্তু তিনি তা করেন নি। সব সময় দলের কাজ করে গেছেন। তৃণমূলের কর্মীদের সাথে রয়েছে তার সুম্পর্ক।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী বলেন, ছাত্রলীগের রাজনীতির সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িতি ছিলাম। বর্তমানে আমি জেলা স্বেচ্ছসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাবে চেয়ে ছিলেন সে ভাবে রাজনীতি করে আসছি। দলের কোনও বদনাম হতে দেই নি। আমি সব সময় জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে থাকতে চাই।