রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

সুলেমান কবির এর নির্বাচিত ৫ টি কবিতা-

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মে, ২০১৮
  • ৮০৭ বার

১.(চলো,স্নান করি)
————————
রেবেকা,কেঁদে আর কী লাভ!
মরুবালুকার প্রতিটি ঘোড়ার ক্ষুরে
যেখানে লেখা আছে রক্তিম তীর্যক!
রেবেকা,তারচেয়ে চলো
স্পুলিঙ্গের দোহাই দিয়ে
পবিত্র হই,স্নান করি ফোরাতের জলে।

২.(তিলক-২)
————————-
তিনি বললেন,
‘পড়ো তোমার কবিতার নামে।’
আমি বললাম,
আমার কবিতার নাম মানুষ।
আমার কবিতার নাম নারী।
আমার কবিতার নাম মা।
সেই থেকে,
আমি পড়ছি কবিতা মানুষ
আমি পড়ছি কবিতা নারী
আমি পড়ছি কবিতা মা।

৩.(জোয়াল ও নৌকার গল্প)
———————–
কচুরিপানার ফুল তুলতে রোজ
যে মেয়েটি ঘাটে যায়
সে জানে কীভাবে পালতোলা নৌকা
প্রতিদিন ঢুকে যায় ভাঙ্গা পুলের ভেতর।
ঠিক তেমনি,
হাল দিতে রোজ ভোরে মাঠে
যায় যে যুবক
সেও জানে দুষ্টু ষাড়টাকে কীভাবে
ঢুকাতে হয় মেঠো জোয়ালের ভেতর।

৪.(কই গো এটেল মাটি)
—————————
বাম পকেটের কালকেউটেটা
ফণা তুলে গেয়ে যায়
কালান্তরের গান!
খামোশ তেঁতুল খামু!
ডান পকেটের কালকেউটেটা
ফণা তুলে গেয়ে যায়
নৈঃশব্দের গান
কই গো এটেল মাটি!

৫.(মৃত কুমারী মুরগি)
————————
একটা মৃত কুমারী মুরগির
কথা ভেবে কী লাভ?
তার চেয়ে চলুন,
লোডশেডিং নিয়ে কাটিয়ে
দেই সারাটা দুপুর!
যুদ্ধ আর মড়ক নিয়ে কাটিয়ে
দেই সারাটা সকাল!
কথা হলো- মানুষ কি জানবে না
মুরগ আর মুরগির বুকেও
মানচিত্র আঁকা যায় মাটি!

সুলেমান কবির, প্রভাষক – বিশ্বনাথ ডিগ্রী কলেজ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ