“রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুলতানপুর ব্লাড টিমের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল হকের সভাপতিত্বে ও সলফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা জুবায়ের আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুলতানপুর ব্লাড টিমের প্রতিষ্ঠাতা ও পাইকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামীম আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সমীরণ দাস সুবির।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবী রুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জুয়েল দাস, সহ-সম্পাদক দিলিপ দাস, সুলতানপুর ব্লাড টিমের কার্যকরী সদস্য রাজা মিয়া, আলীম উদ্দিন, ফয়সল আহমদসহ অন্যান্যরা।
মাসিক সভার পরবর্তীতে সুলতান ব্লাড টিম
রক্ত দাতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।