রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

সুনামগঞ্জ – ৩ আওয়ামীলীগ প্রার্থী এম এ মান্নান নির্ভার   

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৩৫ বার
সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর থেকে: রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।  হেভিওয়েট প্রার্থী রয়েছেন এক জন তিনি হচ্ছেন নৌকার মাঝী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।  অন্য প্রার্থীরা তুলনা মূলক দূর্বল। তাই অনেকটা নির্ভার রয়েছেন নৌকার প্রার্থী এমএ মান্নান। সুনামগঞ্জ – ৩ (জগন্নাথপুর – শান্তিগন্জ্ঞ) এ আসনে  প্রার্থী হয়েছেন মোট ৪ জন। এরমধ্যে জগন্নাথপুর উপজেলায় প্রার্থী রয়েছেন ৩ জন। শান্তিগন্জ্ঞে উপজেলায় ১ জন। এ উপজেলার এক মাত্র প্রার্থী হচ্ছেন হেভিওয়েট প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। জগন্নাথপুর – শান্তিগঞ্জ তথা আধুনিক সুনামগঞ্জের রুপকার এম এ মান্নান এক টানা ১৫ বছর ধরে জাতীয় সংসদে এ এলাকার প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। সুনামগঞ্জের কৃতিসন্তান এম এ মান্নান এ আসন থেকে এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হওয়ার পর থেকে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের চিত্র পাল্টে যায়। এ দূটো উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়। পূরো সুনামগঞ্জ জেলায় উন্নয়নের ছোয়া লাগে।  এম এ মান্নানের প্রতি দলমত নির্বিশেষে  এ নির্বাচনী এলাকার মানুষের আলাদা একটি সমর্থন রয়েছে। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি অনেকটা নির্ভার  রয়েছেন।  বৃহৎ দল বিএনপি ও জামায়াত  নির্বাচনে না আসায় নির্বাচনের প্রকৃত জৌলুশ ও উৎসব মূখর পরিবেশ দেখা যাচ্ছে না। রাত পোহালেই নির্বাচন।  কিন্তু জগন্নাথপুর পৌরশহরের গুরুত্বপূর্ণ জনবহুল পৌর পয়েন্টে শুধুমাত্র নৌকার পোষ্টার ব্যতীত অন্য কোন প্রার্থীর পোষ্টার পরিলক্ষিত হয়নি। সাধারন মানুষের মধ্যে নির্বাচন নিয়ে নানা মত রয়েছে।  অনেকের মধ্যে আতংকও কাজ করছে। ৯১,৯৬,২০০১ ও ২০০৮ এর নির্বাচনে ভোটারদের মধ্যে যে নির্বাচনী আমেজ ও উৎসব বিরাজ করছিল  বর্তমানে সেই অবস্হা নেই। বর্তমান এক পক্ষীয়  নির্বাচন নিয়ে মানুষের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।   তবে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করায় নৌকার  প্রার্থী বর্তমান এমপি পরিকল্পনা মন্ত্রী  এম এ মান্নানের ব্যাক্তি গত ভাবে জনপ্রিয়তা রয়েছে সে হিসাবে তিনি সুবিধাজনক অবস্হানে রয়েছেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সাথে আলাপ হলে তিনি এ প্রতিবেদক  কে বলেন, বিগত ১৫ বছর যাবৎ আমি জনগনের সেবা করে যাচ্ছি। জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। দুটি উপজেলা সদর এখন আধুনিক শহরে পরিনত হয়েছে। বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। জগন্নাথপুর সদরে একটি মহিলা কলেজ ও মেডিকেল ট্রেনিং সেন্টার করবো, অনেক অসমাপ্ত কাজ রয়েছে, আমার অনেক স্বপ্ন রয়েছে।  আমার নির্বাচনী এলাকার ভোটারগন আমি এলাকার জন্য কি করেছি তারা সেটা বিবেচনা করে তাদের মূল্যবান রায় দিবেন। আমার বিশ্বাস বিপুল ভোটে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। অন্যদিকে জগন্নাথপুর উপজেলা থেকে রয়েছেন জমিয়ত থেকে অব্যাহতি প্রাপ্ত বর্তমানে তৃনমূল বিএনপির সোনালী আঁশ
মার্কার প্রার্থী  মাওলনা শাহিনুর পাশা চৌধুরী এডভোকেট । দলচ্যুত হওয়ায় তার ইমেজে ভাটা পড়েছে। বিগত নির্বাচনে বিএনপির মত বড় দলের সমর্থন ও নীজ দল জমিয়তের সমর্থন থাকায় বিপুল ভোট পেয়েছিলেন কিন্তু এবার দল দুটির সমর্থন তো নেই- ই সাধারন  অনেক ভোটারের তার প্রতি রয়েছে বিরুপ ধারনা।  এ ব্যাপারে মাওলনা শাহিনুর পাশার সাথে আলাপ হলে তিনি  বলেন,আমি নিরবে- নিস্তব্ধে  জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞের প্রতিটা এলাকায় গনসংযোগ করেছি । ভোটারদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি  । তিনি বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুস্ঠু হবে। ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করবো। জাতীয় পার্টী মনোনীত প্রার্থী যুক্তরাজ্য জাপার যুগ্নসম্পাদক সাংবাদিক তৌফিক আলী মিনার। তিনি বলেন , এ আসন থেকে ইতিপূর্বে জাপা থেকে এমপি নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী  হুমায়ূন রশীদ চৌধুরী ও তার ভাই অর্থপ্রতি মন্ত্রী  ফারুক রশীদ চৌধুরী। এ আসনে লাঙলের বিরাট ভোটব্যাংক রয়েছে। আমি বিপুল সংখ্যক ভোট পাব বলে আশাবাদী।  অন্য প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টী র মকবুল হোসেন। সম্প্রতি টাকা লেনদেন কে কেন্দ্র করে তিনি কতিপয় লোকের পিটুনির শিকার হলে তাকে  তেমন একটা দেখা যাচ্ছে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ