“সুনামগঞ্জ বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়”-এর
স্থান নির্ধারণ নিয়ে একান্ত ব্যক্তিগত মত; যে কারো
দ্বিমত থাকতে’ই পারে— “সবার মতকে শ্রদ্ধা করি”
দু পক্ষের মধ্যে কার ফায়দা বেশী হবে সেই ধান্ধায় কনুই মারামারিতে একটি গ্রাম একটি রাস্তাপ্রাপ্তি থেকে যুগযুগ ধরে বঞ্চিত হয়ে আসতে দেখেছি, কার সুবিধা বেশী হবে সেটা নিয়ে কাড়াকাড়ি করে সরকারের নথিতে পাশ হওয়া একটি ব্রীজ বছরের পর বছর কাগজেই ঝুলে রয়েছে আর এতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে অবহেলিত পাঁচ/সাতটি গ্রাম তাও দেখছি ৷
একটি গ্রামের দুপক্ষের ঠেলাঠেলিতে স্থান নির্ধারণের দ্বিমতে একটি হাসপাতাল, একটি হাইস্কুল, একটি কলেজ, একটি মহিলা কলেজ, একটি ইউনিয়ন অফিস, একটি খেলার মাঠ অন্যত্র গড়ে উঠতে দেখেছি ৷ এমন কী প্রবাসী মিলিওনারের নিজ গ্রামের উন্নয়নে বিবিধ প্রকল্পও ব্যক্তি স্বার্থের গ্যাঁড়াকলে নস্যাৎ হতে দেখেছি পরে ঐ প্রবাসী মনের দূঃখে বলেছে ‘যে যেমন তাঁকে তেমনই রাখা উচিৎ” বলে বিদেশে ফিরে যেতে দেখেছি ৷
সব কিছুর মুলে-ব্যবসা, বাণিজ্য আর নিজ নিজ ফায়দা ৷ একটি প্রকল্পের কারণে স্থাপিত এলাকার প্রতি শতক জমির মূল্য আকাশচুম্বী হয়ে যায়, এলাকার অভূতপূর্ব উন্নয়ন ঘটে, কনট্রাকশনসহ বিবিধ কাজের অনেক লাভজনক ব্যবসার ধান্ধাও জড়িত, টেন পার্সেন্ট, টুয়েন্টি পার্সেন্ট নানান পার্সেন্টেরও খেলা আছে, আর এই কারনে’ই উন্নয়নমুখী কোন প্রকল্প সামনে এলেই সেটা নিয়ে টানা হেচড়া শুরু হয় এতে অনেক সময় প্রকল্পটি বাতিল হয়ে যায় কিংবা সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় আর সেটা দেখে এরকম সমাজ হিতৈষী কাজ করতে যারা ইচ্ছুক তাঁরা উৎসাহ হারান ফলে দেশ ও দশের মানে গরীব মানুষের অপুরনীয় ক্ষতি হয়ে যায়৷
আমাদের দেশে সবাই ধনীর পক্ষে দাঁড়ায়, তেইল্লার মাথায় তেল ঢালে ৷ প্রতিটি উন্নয়ন প্রকল্প শহরমূখী হয়, গ্রাম নিয়ে কেউ চিন্তা’ই করে না কারন গ্রামে পূঁজি লগ্নি করলে যে লাভ হয় তা শহরে করলে কয়েকগুণ বেশী লাভ হয় তাই ৷ কেউ ভাবে না যতদিন দেশের প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া না লাগবে ততদিন উন্নয়ন থাকবে শুধু কাগুজে বুলি কারন আমাদের দেশ গ্রামপ্রধান দেশ ৷
শহরকে যদি মুখমন্ডল ধরা হয় তাহলে গ্রামগুলো হলো পুরোটা শরীর আর আমরা শুধু মুখে রঙ মেখে, মেকাপ করে জুয়েলারী পড়ে, হেয়ার ড্রাই করে অভিজাত সাজার চেষ্টা করি কিন্তু বাকি পুরোটা শরীর যে ক্ষত বিক্ষত খানা খন্দকে জর্জরিত সেদিকে ভ্রুক্ষেপ নেই ৷ তাহলে পুরোটাই ভাল আছি বলি কী করে?
আগেকার দিনে রাজা, বাদশা, নবাব, সুলতানগণ কোন রাজ্য দখল করে যে এলাকার প্রাকৃতিক সুন্দর্যের প্রেমে পরতেন আর ভৌগুলিক অবস্থান ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা সহজ সাধ্য হলে সেখানেই রাজধানী স্থানান্তরিত করতেন তখন সেখানেই শহর গড়ে উঠতো আর রাজধানী তিলোত্তমা শহর হিসেবে খ্যাতি লাভ করতো ৷
যদিও আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজধানী স্থানান্তর করা খুবই ব্যয়বহুল তথাপি কিছু সংখ্যক বড় বড় প্রকল্প রাজধানীর বাইরে স্থানান্তরিত করলে রাজধানী থেকে কিছু চাপ কমতো কিন্তু সেটা কেউই করে না কারণ ব্যবসায়ীক স্বার্থ জড়িত ৷ অপ্রিয় হলেও সত্য; আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের শাসকগোষ্টি ধনীকশ্রেণী দ্বারা প্রায় অনেকাংশে নিয়ন্ত্রিত তাই ধণীদের স্বার্থহানী হবে এমন কাজ কেউ করতে চায় না ক্ষমতা হারানোর ভয়ে ৷
একটি বড় প্রকল্প যদি শহরের বাইরে অনতি দূরে স্থাপিত হয় তাহলে ঐ প্রকল্পকে ঘিরে অনেক প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্টান গড়ে উঠবে আর লোকসমাগমের কারণে শহরে লোকের যাতায়াত হ্রাস পাবে এতে শহরের বাসিন্দারা বা ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে কারণ জমির দাম কমে যাবে কিংবা বেড়ে যাবার সম্ভাবনা কমে যাবে, ব্যবসা পাতিতেও বিক্রি কমে যাবে তাই শহুরে ভদ্রলোকগণ কখনো চাইবেন না যে শহরের পাশেই একটি বড় প্রকল্প গড়ে উঠুক ৷ উনারা উপরের লেভেলে লবিং করে ঐ প্রকল্পটি শহরেই স্থাপনের চেষ্টা করবেন ৷
কিন্তু বড় প্রকল্পটি যদি কোনো অঁজ পাড়া গায়ে স্থাপিত হয় তাহলে সেই এলাকার গরীব ধনী সকল মানুষ লাভবান হবে ৷ কেউ ব্যবসা করে, কেউ কাজ করে, কেউ জমি বিক্রি করে ৷ তাতে করে একটি অবহেলিত অঞ্চল উন্নত হবে ৷ শহরের ধনীক শ্রেণী’তো ধনী আছেই তাঁরা ঐ প্রকল্প পেলে আরো ধনী হবে কিন্তু না পেলে গরীব হয়ে যাবে না কিন্তু গরীব অঞ্চলের মানুষ যদি এই প্রকল্প পায় তাহলে গরীব ধনী বা স্বাবলম্বী হবার সুযোগ পাবে ৷
এই হিসাবে আমি মনে করি সুনামগঞ্জে যে বিশ্ব- বিদ্যালয়টি হওয়ার কথা সেটি যদি শহরের বাইরে হয় তাহলে শহরে হলে যে লাভ হবে তার চেয়ে বেশী লাভ হবে শহরের বাইরে হলে ৷ যদিও শুরুতে ছাত্রও শিক্ষকগণ কিছুটা অশুবিধার সম্মুখীন হবেন কিন্তু কয়েক বছরের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে এবং আশে পাশের পনের বিশ মাইল অবহেলিত অঞ্চল অনেকটা উন্নতর হয়ে যাবে ৷
বর্তমান সময়ে যে কোনো জায়গা থেকেই প্রতিনিয়ত বিশ্বের সাথে যোগাযোগ সম্ভব, অনেক দেশে’তো পানির উপরও শহর গড়ে তোলে ৷ আগে তো সহজ যোগাযোগ ব্যবস্থার জন্য নদীপাড়েই শহর গঞ্জ গড়ে উঠতো এখন নদী বা নৌপথের উপর নির্ভর হওয়া লাগে না ৷ তাই নতুন নতুন বড় বড় প্রকল্পগুলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে দিলে আমাদের দেশও একদিন সত্যি কারের উন্নত হয়ে যাবে ৷
আমার এই লিখাটি যারা পড়ছেন দয়া করে ভাববেন না আমি চামচাগিরি করছি কিংবা নগদ লাভের আশায় এসব লিখছি ৷ আমি বলে রাখি ছাত্র জীবনে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম আজীবন আমার নেতা বঙ্গবন্ধু কিন্তু প্রবাসে সিকিশতাব্দি হলো আমি কোন দলের সাথে জড়িত নই তাই কাউকে খুশী করতে বা কাউকে কষ্ট দিতে এই লিখাটি লিখিনি এমন কী মন্ত্রি মহোদয়ের সাথে জীবনে দেখা হয়নি, আমি উনার আত্মীয়ও নয়, উনার এলাকায়ও আমার বাড়ী নয়, উনার এলাকায় আমার কোনো আত্মীয়ও নেই, উনার এলাকায় আমার কোনো ভূসম্পত্তিও নেই , শুধু আমার মন বলছে একটি অবহেলিত অঞ্চলে এই প্রকল্পটি স্থাপিত হলে দেশ ও দশের অনেক কল্যাণ সাধিত হবে তাই লিখলাম, আমার ব্যক্তিগত মত প্রকাশ করলাম ৷
পরিশেষে বলছি “সুনামগঞ্জ বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়”টি শান্তি গঞ্জে হোক বা অন্য কোথাও হোক তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু মনে প্রাণে চাই এই প্রকল্পটি যেন আমার প্রাণের অবেহেলিত ভাটি অঞ্চলে স্থাপিত হয়; বস্তাপঁচা রাজনীতির প্যাঁচে পড়ে কোনো ভাবেই যেন বাতিল না হয় ৷ অতীতে এই অঞ্চলে অনেক বড় বড় নেতাগণ গুজরিয়ে গেছেন যারা মৃত্যুর আগ পরযর্ন্তও হাটুঅবদি কাদাজল মাড়িয়ে নিজনিজ এলাকায় গেছেন কিন্তু নিজ অঞ্চলে এরকম কোনো বড় প্রকল্প বাস্তবায়ন করেননি মাননীয় মন্ত্রি মহোদয় এম এ মান্নান সাহেবের এই প্রচেষ্টাকে মনেপ্রাণে স্বাগত জানাই আর অসংখ্য ধন্যবাদসহ উনার সর্বাঙ্গীন মঙ্গলময় দীর্ঘায়ূ কামনা করি ৷ ধন্যবাদ সবাইকে ৷
আবদুল কাইউম
সাতাশ,দশ,বিশ,
লিন্ডফিল্ড,ওয়েস্ট সাসেক্স ৷