বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রতিমন্ত্রী এম.এ মান্নান

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ মে, ২০১৮
  • ৬৩৯ বার

অনলাইন ডেস্ক:: আজ শনিবার বহুল প্রতিক্ষীত সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। সকাল দশটায় শহরতলির ইকবাল নগরে আনুষ্ঠানিকভাবে পৌর ডিগ্রী কলেজের নতুন এই শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম.এ মান্নান। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সকাল সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রতিমন্ত্রী এম.এ মান্নান। পৌর ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট শাহানা রাব্বানী এমপি,র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ ৪ নির্বাচনি আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ বরকত উল্লাহ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, পৌরসভার নব নির্বাচিত মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। এতে অংশ নেবেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, ১৯৯৫ সালে শহরে প্রতিষ্ঠিত হয় সুনামগঞ্জ পৌর কলেজ । প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠানটি একাডেমিক ভবন সংকট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত। সম্প্রতি সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে শহরতলির ইকবাল নগরে নির্মাণ হতে যাচ্ছে ৫তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন। নবনির্মিত এই একাডেমিক ভবনে অফিস, ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব, পাঠাগারসহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এব্যাপারে সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ জানান, শনিবার ৫তলা বিশিষ্ট নতুন এই শিক্ষা ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে সুনামগঞ্জবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এদিকে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হতে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ