শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচন: আ.লীগের মনোনয়ন পেলেন নাদের বখত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৩৪৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদের উপ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন সদ্য প্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই নাদের বখত। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। মনোনয়ন পাওয়ার খবরে শহরের স্টেশন রোডের জেলা আওয়ামী লীগের দলীয়
কার্যালয় থেকে নুরুল হুদা মুকটের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল আলম,
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক দিপঙ্কর কান্তি দে প্রমুখ। এরপর মোটরসাইকেল মিছিল বের করে আওয়ামী
অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নুরুল হুদা মুকুট বলেন, আওয়ামী লীগের
সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা প্রয়াত মেয়র আয়ুব বখত জগলুলের পরিবারকে মূল্যায়ন করেছেন। জগলুলের ছোট ভাই নাদের বখত পৌরসভা উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে। দলের প্রার্থী নাদের বখতের বিজয় সুনিশ্চিত করতে যতটুকু করার প্রয়োজন আমরা ততটুকুই করব।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদের উপ নির্বাচন ২৯ মার্চ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১ মার্চ। ৪ ও ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১২ মার্চ প্রত্যাহার এবং ১৩ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণ ২৯ মার্চ। আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আয়ূব বখত জগলুল ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। তিনি সুনামগঞ্জ পৌরসভার টানা দুইবারের মেয়র ছিলেন। এবারের উপ নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন নাদের বখত, আওয়ামী লীগ নেতা সুনামগঞ্জ জেলা ও দায়রা আদালতের পিপি ড. অ্যাড. খায়রুল কবির রুমেন, আওয়ামী লীগ নেতা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক
আওয়ামী লীগ নেতা শংকর চন্দ্র দাস। প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সুনামগঞ্জ পৌরসভায় সর্বশেষ নির্বাচিত অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত ছিলেন আয়ূব বখত জগলুল। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৮৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন। তিনি পেয়েছিলেন ১০ হাজার ৪৮৬ ভোট। তৃতীয় স্থানে ছিলেন বিএনপির প্রার্থী সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ। তিনি পেয়েছিলেন ২ হাজার ৪১৪ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ