শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে শিক্ষকদের নিয়ে মাল্টিমিডিয়া প্রশিক্ষণ শুরু

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ২১৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
সদর উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষার গুণগত মান বৃদ্ধিকল্পে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ৩ দিনব্যাপী ইংরেজি, গণিত ও মাল্টিমিডিয়ার ওপর বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রশিক্ষণের সমন্বয়ক অশোক রঞ্জন পুরকায়স্থ।
প্রথমদিন সকাল থেকে দিনব্যাপী ইংরেজি বিষয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছত্তার এবং সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন। এতে সদর উপজেলার ৪৩ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন। আগামীকাল ও পরের দিন হবে গণিত ও মাল্টিমিডিয়া বিষয়ের ওপর বিশেষ প্রশিক্ষণ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ