রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মোট আক্রান্ত ৪শ’ পার, শাবির ল্যাবে করোনা শনাক্ত আরো ২৩

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩০৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত পিসিআর ল্যাবে আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ২৩ জন সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর ফলে সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের মোট সংখ্যা চারশো জন ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক সিলেটভিউ জানান, বৃহস্পতিবার শাবির পিসিআর ল্যাবে ২৩৫টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

প্রসঙ্গত, শাবির ল্যাবে নতুন ২৩ জন শনাক্তের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪’শ ছাড়িয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ