স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সেন্ট্রাল ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ে দুই জনকে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ এপ্রিল রোজ সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কররে। এসময় সকল মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে হস্থান্তর করা হয়। জেলা শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) সেন্ট্রাল ফার্মেসীর কর্মকর্তা জহিরুল ইসলাম (৩৯) ও কর্মচারী বাপ্পি দাস (২৩)। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল্লাহ, ওসি (তদন্ত) মো:আব্দুল্লাহ আল মামুন ও ওসি (অপারেশন) মো:আতিকুর রহমান অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সুনামগঞ্জ অফিসের সহকারী মানিক সরদার ও মো. ফাহিম মিয়া।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ বলেন,মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার দায়ের সেন্ট্রাল ফার্মেসীর দুইজনকে ৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।