বুধবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, সুনামগঞ্জের সদর থানাধীন ওয়েজখালী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন করার সময় ৩ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাত ৯টায় র্যাব-৯ এর সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) আভিযানিক দল এএসপি মো. আব্দুল খালেকে নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহুল চন্দ এর সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকার মৃত আব্দুর রবের ছেলে কামরুল হাসান মেহেদী ও ফিরোজপুর এলাকার মৃত কমর আলীর ছেলে হাছন নুর। তাদের দুজনকে ৩ দিন করে কারাণ্ড দেওয়া হয়। তেঘরীয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে আতিকুর রহমান। তাকে ৫ দিনের কারাণ্ড প্রদান করা হয়।
অভিযানে উদ্ধারকৃত ২৫০ গ্রাম গাঁজা ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহুল চন্দ এর নির্দেশে ধ্বংস করা হয় এবং আসামীদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।