দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচনে ভোট চলাকালীন সময় উত্তর আরপিন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী নাদের বখত ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গনিউল সালাদিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে বলে জানান সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল্লাহ। এসময় তিনি বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সালাদিনের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।” তবে এসময় তিনি আহত কারও নাম-পরিচয় বলতে পারেননি। সংঘর্ষের কারণে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল বলেও জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকার পরে আবার ভোটগ্রহণ শুরু হয়। প্রসঙ্গত,ইউনিয়ন পরিষদ,উপজেলা,পৌরসভা ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ১৩৩টি প্রতিষ্ঠানে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরু হয়। এরই একটি হল সুনামগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচন। গত ১ ফেব্রুয়ারি আইয়ুব বখত জগলুল মারা গেলে এখানে মেয়রের পদটি শূন্য হয়। ২২ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।