স্টাফ রিপোর্টার:: গত ৩০ ডিসেম্বর মন্ত্রীসভার বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন লাভ করায় রবিবার সকালে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্টিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাওররতœ হিসেবে পরিচিত পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়ে অনুষ্টিতব্য এই আনন্দ মিছিলকে ঘিরে বিশাল প্রস্তুতি চলছে। জানা গেছে ১১ উপজেলা থেকেই দলমত নির্বিশেষে সাধারণ জনগণ এতে অংশ নিবেন। তাছাড়া বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও এতে অংশ নিবেন। আনন্দ মিছিলে যোগ দিবেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদনের কারিগর পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। জানা গেছে আনন্দ মিছিলে অংশ নিতে সুনামগঞ্জের ৫জন সংসদ সদস্যও তাদের সমর্থকরাও উপস্থিত থাকবেন। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ারও উপস্থিত থাকবেন। আনন্দ মিছিলে অন্তত অর্ধ লক্ষ মানুষের উপস্থিতি থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে প্রতিটি উপজেলা থেকে বিশাল জমায়েত থাকবে আনন্দ মিছিলে।
সূত্র: হাওর টুয়েন্টিফোর