সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য পরিদর্শকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ২ শে মে রোজ মঙ্গলবার শহরের মল্লিপুরস্থ পদক্ষেপ কার্যালয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোবোধন করেন সিভিল সার্জন ডা: আশুতোষ দাস।
হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংস্থায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শকদের ৫ দিন ব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: আবুল কালাম, সংস্থার স্বাস্থ্যকর্মকর্তা সুলতান মাহমুদ ও জাহিদ হাসান। প্রশিক্ষণ কার্যক্রমের সহায়তায় ছিলেন এমআইএস অফিসার মো: মনিরুজ্জামান। সমৃদ্ধি কর্মসূচীর কো-অর্ডিনেটর মো: মজিবুল হক জানান, পিকেএসএফ এর অর্থায়নে ২০১১ ইং সাল থেকে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। তিনি আরো জানান প্রশিক্ষণটি গ্রহন করার ফলে ডায়রিয়া, আমাশয়, ডায়াবেটিক, বয়ঃসন্ধিকালীন সমস্যা, গর্ভধারণ ও নিরাপদ মাতৃত্ব সহ মহিলাদের বিভিন্ন রোগের প্রতিরোধ সম্পর্কে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগাতে পারবেন স্বাস্থপরিদর্শকরা।