দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জের ১০টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নারী ও পুরুষ মিলিয়ে ১৫০জন ভোটযুদ্ধে নেমেছেন। বুধবার সকাল থেকেই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। চেয়ারম্যান পদে দলীয় ১০ প্রার্থী বাদে ১৪০জনকে নির্বাচন কমিশনের নির্ধারিক প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। আগামী ১০ মার্চ জেলার ১০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
২১ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান নারী ও পুরুষ পদে ১২৯জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। প্রতীক পেয়ে তারা পুরোদমে প্রচারণা শুরু করেছেন। এদিকে প্রতীক বরাদ্দের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রার্থীদের আচরণ বিধি মনে করিয়ে দেন।