স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলার সদর উপজেলার লক্ষণশ্রীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দিনমজুর সোহেল মিয়ার তিন শিশু বন্যার পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর পর এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে জেলার বৃহৎ সামাজিক সংগঠন বিজয় সমাজকল্যাণ সংস্থা।
বুধবার (২৬ জুলাই) বিকেলে গোবিন্দপুর গ্রামে বিজয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি আবু সালেহ জনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিপন মিয়ার পরিচালায় দিনমজুর সুহেল মিয়ার পরিবারকে ৬ টি ভেড়া ও পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, গবিন্দপুর গ্রামের মুরব্বী জনাব মাওঃ আশিক মিয়া, সংগঠনের সাবেক সভাপতি মনোয়ার হোসেন হিমেল, সুনামগঞ্জ জেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার, সাবেক মেম্বার ইকবাল আহমদ।
আরও উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়নের ৫ ওয়ার্ডের সদস্য নুর হোসেন, মোঃ দিলোয়ার হোসেন, বিজয় সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি স্বাধীন মিয়া, শাহরিয়ার আহমদ আকিক, যুগ্ন সাধারণ সম্পাদক শাহনুর আহমদ সুলতান, নবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিলন,একরামুল হক সেলিম, জুবায়ের ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মাছুম আহমদ, সাবেক সমাজ সেবা সম্পাদক সুয়েব আহমদ, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমদ জয় ও সাবেক সহ-উন্নয়ন বিষয়ক সম্পাদক আমিরুল হক তুহিন প্রমূখ।