দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:
সুনামগঞ্জ পৌরসভায় নির্বাচনী সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০০জনকে আসামি করে মামলা দায়ের করেছে। সুনামগঞ্জ সদর মডেল থানায় এস আই শফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন। তবে এ পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। পুলিশ জানায়,বৃহস্পতিবারের পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন চলাকালীন সময়ে সংঘর্ষ থামাতে গিয়ে একজন পুলিশ কনস্টেবল আহত ও নির্বাচনী দায়িত্ব পালনের সময় স্ট্রাইকিং ফোর্সের গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর উপর ইটপাটকেল ছুড়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৮৮ জনের বিরুদ্ধে বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো.হাবিবউল্লাহ জুয়েল জানান,আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য,বৃহস্পতিবার দুপুররে পৌর এলাকার উত্তর আরপিননগর এলাকায় একটি কেন্দ্র দখল কে কেন্দ্র করে মেয়র প্রার্থী আ.লীগের নাদের বখত ও স্বতন্ত্র দেওয়ান গণিউল সালাদীনের সমর্থকদের মধ্যে ঘন্টা ব্যাপি সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। এতে এক পুলিশ সদস্য আহত ও স্টাইকিং ফোর্সেও গাড়ি ভাংচুর করা হয়।
সুত্র,যমুনা টিভি