দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ সুনামগঞ্জে নতুন করে আরো ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে বিশ্বম্ভরপুরের ৪ জন, দোয়ারাবাজারের ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জের ২ জন, জগন্নাথপুরের ১ জন এবং সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন। এ নিয়ে সুনামগঞ্জে মোট ২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এদের মধ্যে দুই জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার (২৭ এপ্রিল) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সিলেট বিভাগের মোট ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজেটিভ ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১১ জনই সুনামগঞ্জের।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ই মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। সিলেট বিভাগের প্রথম রোগী হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন শনাক্ত হন। এরপর সোমবার আরও ১৩ নতুন রোগী নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০ জনে। এরমধ্যে গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ডা. মঈন ও ২৫ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুনারুঘাটের চা বাগানের এক শিশুর মৃত্যু হয়। আর মৌলভীবাজারের রাজনগরে ‘করোনার উপসর্গ’ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির রিপোর্ট পজেটিভ আসে গত ৫ এপ্রিল। এর আগে ৪ এপ্রিল রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান এ ব্যক্তি।
সুত্রঃ দৈনিক সুনামকন্ঠ