মোঃআবু সঈদ :
একটি রাষ্ট্রে নাগরিকদের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই। নাগরিকরা যেখানে মাথা তুলে দাঁড়ায় সেখানে কোনো অন্যায় থাকতে পারে না। রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ পরিহার করে একটি সুষ্টু সুন্দর নির্বাচনের আয়োজন সরকারকেই করতে হবে। এতে অস্থিতিশীল পরিস্থিতি দূর হয়ে যাবে, মানুষজন ভোট দিতে পারবে। কেননা সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন না হলে অপশক্তি ক্ষমতা গ্রহণ করতে পারে,এটা গণতন্ত্রের জন্য হুমকি। গতকাল রবিবার সকাল ৯ ঘটিকায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলা অফিসে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন- সুশাসনের জন্য নাগরিক-সুজন এর কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সুশসনের জন্য নাগরিক -সুজন এর সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে ও দি হাঙ্গর প্রজেক্ট-বাংলাদেশ’র সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হালিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিটিশ হাই কমিশনের গর্ভন্যান্স টিম লিডার অ্যাসলিন বেকার, মনিরুজ্জামান, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এম আলী,বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান তালুকদার, সুশসনের জন্য নাগরিক -সুজন এর জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী হায়দর, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মিসবাহ উদ্দিন, সুজন তাহিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. বাহা উদ্দিন, ফজলুল করিম, ওবায়দুল হক মিলন, সাইদুল কিবরিয়া, মোশারফ হোসেন প্রমূখ।
দি হাঙ্গর প্রজেক্ট বাংলাদেশ এর উদ্যোগে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রবাদীতা অতিক্রম করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষে ইউকে-এইড ও ইউএস-এইড এর সহযোগীতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল ও এশিয়া ফাউন্ডেশনের অংশীদারীত্বে বাস্তবায়িত “স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ” প্রকল্প কাজ করে যাচ্ছে। তাতে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক সৃষ্টি হচ্ছে।