রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

সুনামগঞ্জে ডাক্তার পুলিশসহ নতুন করে করোনায় আক্রান্ত ৬ জন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৮৩ বার

ডেস্ক রিপোর্ট:: 

সুনামগঞ্জে আরও ৫ পুলিশ সদস্য এবং একজন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে সুনামগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ করোনায় এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ৫ পুলিশ সদস্য এবং ছাতকের একজন মেডিকেল অফিসার আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শেষে বুধবার রাতে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে ৫ ও ছাতকের একজন ডাক্তারের করোনা শনাক্তের কথা জানানো হয় বলে জানান সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ।

এদিকে গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৭ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৫৪ জন।

অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ৫০০১ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৪৬৪৭ জন। এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১১ জন এবং আইসোলেসনে আছেন ৪৮ জন।

গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৫১৪ জন। এদিকে করোনাভাইরাস শনাক্তে অদ্যবদি সুনামগঞ্জে ২ হাজার ৪৪৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৪৯ টি নমুনা। সবচেয়ে বেশী ৩৬৯ টি নমুনা সংগ্রহ করা হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা থেকে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩১৯ জনের। এছাড়াও দক্ষিণ সুনামগঞ্জে ১০৯ জনের নমুনা সংগ্রহ করে ৯০ জনের, দিরাই উপজেলায় ১৯৭ জনের নমুনা সংগ্রহ করে ১৭১ জনের, শাল্লা উপজেলায় ১৫৭ জনের নমুনা সংগ্রহ করে ১৩০ জনের, বিশ^ম্ভরপুর উপজেলায় ১৯৭ জনের নমুনা সংগ্রহ করে ১৫৮ জনের, তাহিরপুর উপজেলায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করে ১২৫ জনের, জামালগঞ্জ উপজেলায় ২১২ জনের নমুনা সংগ্রহ করে ১৯৪ জনের, ধর্মপাশা উপজেলায় ২২৮ জনের নমুনা সংগ্রহ করে ১৯৭ জনের, দোয়ারাবাজার উপজেলায় ২৮৫ জনের নমুনা সংগ্রহ করে ২২৮ জনের, ছাতক উপজেলায় ৩৭১ জনের নমুনা সংগ্রহ করে ২৮১ জনের, জগন্নাথপুর উপজেলায় ১৮১ জনের নমুনা সংগ্রহ করে ১৫৬ জনের রিপোর্ট পাওয়া গেছে।

জেলায় আইসোলেসনে আছেন ৪৮ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর ও হাসপাতালে ৮ জন, দক্ষিণ সুনামগঞ্জে ৫ জন, দিরাই উপজেলায় ২ জন, শাল্লা উপজেলায় ১ জন, তাহিরপুর উপজেলায় ৭ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, ধর্মপাশা উপজেলায় ১১ জন, দোয়ারাবাজার উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ৯ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর ও হাসপাতাল থেকে ৩ জন, দোয়ারাবাজার উপজেলা থেকে ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে ৭ জন, শাল্লা উপজেলা থেকে ৮ জন, জগন্নাথপুর উপজেলার ৬ জন, দিরাই উপজেলা থেকে ৫ জন, ছাতক উপজেলার ৫ জন, জামালগঞ্জ উপজেলা থেকে ৩ জন, বিশ^ম্ভরপুর উপজেলা থেকে ৬ জন, তাহিরপুর উপজেলা থেকে ৬ জন, ধর্মপাশা উপজেলা থেকে ৫ জন।

উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।
সূত্রঃ দৈনিক সুনামগঞ্জের খবর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ