রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

সুনামগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ২৩০ বার

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে জাতীয় তামাকমুক্ত দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর আয়োজনে , জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর সহযোগিতায় শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেরে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইপিআই ভবণের হলরুমে একব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ রামপদ রায়ের সভাপতিত্বে ও সিভিল সার্জনের কার্যালয়ের সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন জনাব ডাঃ আশুতোষ দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতাল এর আরএমও জনাব ডাঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার জনাব ডাঃ মোঃ আবুল কালাম। স্বাগত বক্তব্য প্রদান করেন স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর নির্বাহী পরিচালক জনাব মোঃ মিজানুল হক সরকার।  সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা “২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূল করতে তামাকের উপর বর্তমান শুল্ক কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্ক নীতি প্রণয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। কথা” উদ্বৃতি করে‘২০৪০ সালের মধ্যে “তামাকমুক্ত বাংলাদেশ” লক্ষ্য অর্জনে তামাক ব্যবহার সম্প্রসারণ নয়, চাই নিয়ন্ত্রণ এর সচেতনতায় সকল পর্যায়ের ব্যাক্তিদের কাজ করার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে ব্যাপক গণসচেতনতা বৃদ্ধি সহ আইন ও বিধি অনুসারে মোবাইল কোর্ট পরিচালনার উপর আলোচনা করেন এবং নিজ অবস্থান থেকে বিধি মোতাবেক ধূমপানমুক্ত সাইন ও সতর্কীকরণ সাইন স্থাপনের জন্য বিশেষ অনুরোধ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ