রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

সুনামগঞ্জে জমিয়াতুল মুদাররেছীন এর জেলা সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ২৮১ বার

নিজস্ব প্রতিবেদক::  সুনামগঞ্জে জমিয়াতুল মুদাররেছীন এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ ষোলঘর লতিফা কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ জেলা জমিয়াতুল মুদাররেছীন এর সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে, সাধারণ স¤পাদক অধ্যক্ষ মাওলানা ডঃ মঈনুল ইসলাম পারভেজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপচার্য ডঃ মুহাম্মদ আহসান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মুদাররেছীন এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মুদাররেছীন এর যুগ্ম মহাসচিব এ কে এম মনোওর আলী, সহকারী সচিব অধ্যক্ষ নোমান আহমদ, সিলেট জেলা জমিয়াতুল মুদাররেছীন এর সাধারণ স¤পাদক অধ্যক্ষ সরোয়ারে জানাহান, সিলেট মহানগর জমিয়াতুল মুদাররেছীন এর সভাপতি আবু সালেহ মঃ কুতবুল আলম, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র মডেল ফাযিল (ডিগ্রি) মাদ্রসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসেন আব্দুল-াহ, প্রিন্সিপাল মাওলানা আলী নুর, অধ্যক্ষ আবু বকর, নুর উদ্দীন, অধ্যক্ষ আবু নছর মঃ ইব্রাহীম, সুপার সাদিকুর রহমান, সুপার আব্দুল মান্নান, সুপার ছিদ্দিকুর রহমান, সুপার ফারুক আহমদ, সহকারী শিক্ষক ওলিউর রহমান সহ প্রমূখ।

সভায় বক্তারা বাংলাদেশ সরকারের কাছে দাবী জানিয়ে বলেন মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণ, শিক্ষকদের চাকুরী জীবনে ৬০ বৎসরের পরিবর্তে ৬৫ বৎসর করতে হবে। আর আমাদের সকল মাদ্রসায়, সকল জাতীয় দিবস পালন করতে হবে। আপনারা যারা সুপার, অধ্যক্ষ, প্রিন্সিপাল রয়েছেন মাদ্রসার সকল ছাত্র / ছত্রীদের পড়া-শুনার দিকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। আপনারা জানেন বাংলাদেশ সরকার মাদ্রসার প্রতি খুবই আনন্তরিক, সকল মাদ্রাসা সহ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষদের প্রতিও নজর রয়েছে। বক্তারা আরও বলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জমিয়াতুল মুদাররেছীন এর নেতৃবন্দ ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ