রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে খাদে পড়া বাসে কোন যাত্রী মিলেনি, উদ্ধার অভিযান সমাপ্ত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৭১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় যাত্রী নিয়ে খালে পড়ে যাওয়া বাসে পাওয়া যায়নি কোন যাত্রী। সকাল থেকে স্থানীয়দের বিভ্রান্তিকর তথ্যের সাহায্যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালালেও পরবর্তীতে কোন যাত্রী না পাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে সিলেট একটি বাস ( সিলেট জ ১১-০৫৮২) ২০ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলে সকাল ১০ টা ৩০ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় সাতরিয়ে ৬ জন তীরে উঠলেও স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানান বাসের ভিতরে আরও ১৮-১৯ জন যাত্রী রয়েছেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও সিলেট থেকে আসা ডুবুরী দল চার ঘণ্টা অভিযান চালিয়ে বাসের ভেতর ও খাল থেকে কোন যাত্রী পাওয়া যায়নি। পরবর্তীতে অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস ও তাদের ডুবুরি দল।
জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক বলেন, সিলেট থেকে সকালে একটি বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। আসার পথে বেশ কয়েকজন যাত্রী তাদের নির্দিষ্ট গন্তব্যে নেমে গেলেও ৬ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জে আসার পথে জানিগাও এলাকায় খাদে পড়ে যায়। এসময় যারা আহত হয়েছেন তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, স্থানীয়রা আমাদের ফোনের জানিয়েছিলেন একটি বাস খাদে পড়ে গিয়েছে। আমরা এখানে এসে জানতে পারি ১৭-১৮ জন যাত্রী বাসে আটকা পড়েছেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সিলেট থেকে আসা ডুবুরি দল এসে পুরো খালে উদ্ধার অভিযান পরিচালনা করা হলে আমরা কোন যাত্রী পাইনি।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় ৬ জন আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় এবং তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বাড়ি ফিরে গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ