স্টাফ রিপোর্টার, ছায়াদ হোসেন সবুজ:: সমাজবিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা কার্ল মার্কসের ২০০ তম জন্মবার্ষিকী আজ শনিবার । ১৮১৮ সালের ৫ মে প্রুশিয়া সাম্রাজ্যের নিম্নরাইন প্রদেশের ড্রিয়ার এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। জীবিত অবস্থায় তেমন পরিচিতি না পেলেও মৃত্যুর পর বিশ্বের সমাজতান্ত্রিক বিপ্লবীদের কাছে তিনি খুব জনপ্রিয় হয়ে ওঠেন। সেই মহান মনীষীর জমদিনে প্রতিস্বরের আয়োজনে শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় সুনামগঞ্জ শহীদ জগৎ জ্যােতি পাবলিক লাইব্রেরীর হলরুমে এই জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মো:রইসুজ্জামানের সঞ্চালনায় ও প্রভাষক এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই কবির জীবনীপাঠ এর মধ্য দিয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, তিনি বলেন, কার্ল মার্কস তাঁর জীবন নিবেদন করেছিলেন মানুষের স্বাধীনতার জন্য। আর সেজন্য তাঁর যা সাধ্য তার সবই তিনি করেছিলেন। বেছে নিয়েছিলেন এমন এক জীবন যে-জীবন চরম অনিশ্চয়তায় ভরা, মানুষের যে-কটি মৌলিকচাহিদা তার সব কটির বঞ্চনায় পরিপূর্ণ, পারিবারিক সদস্যদের অকাল মৃত্যুদীর্ণ; যে-জীবন নিরন্তর অধ্যয়ন, এক্টিভিজম, এবং সর্বোপরি লেখালেখির মাধ্যমে এই মানব স্বাধীনতার অন্তরায় গুলোর কেবল কারণই নির্ণয় করার চেষ্টা করেনি, চেষ্টা করেছিলেন সেই কারণগুলোর প্রতিকারের পথের দিশা দেবারও। সেই মত ও পথ নিয়ে তুমুল দ্বিমত হয়েছে, হচ্ছে, হবে, কিন্তু তাঁর আন্তরিকতা নিয়ে দ্বিমত করবে, প্রশ্ন তুলবে এমন হিম্মত খুব কম মানুষেরই আছে বলে ধারণা করি। তিনি কার্ল মার্কস– একজন দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবিদ, রাজনীতিবিদ বিষয়কতাত্ত্বিক, সমাজবিজ্ঞানী, সাংবাদিক এবং বিপ্লবী সমাজবাদী বলে উল্লেখ করেন।এতে আরও বক্তব্য রাখেন, কবি ইকবাল কাগজী। সিলেট বিভাগীয় ধামাইল উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল দেব, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শামস শামীম, সুনামগঞ্জ সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুবল দেব, সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, কবি জয়ন্ত, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জাহান। সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক আসাদ মনি, সদস্য সাইদুল ইসলাম।দক্ষিণ সুনামগঞ্জ পাগলা হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক দুলন দেবনাত, বেলাল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উদীচীর সদস্য বুদ্ধ দেব, অন্তু তালুকদার প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে এনামুল কবির সংক্ষিপ্ত আকারে মনীষী কার্ল মার্কসের জীবনী তুলে ধরেন এবং ২০০ তম জন্মদিনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।