স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে নানা আয়োজন ও উৎসব মুখর পরিবেশে কেক কেটে শিশুদের শুদ্ধ বাংলা ও আবৃত্তি চর্চার প্রতিষ্ঠান”সত্যশব্দ” আবৃত্তি ও অভিনয় চর্চা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় প্রতিষ্ঠাবার্ষিকীতে এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে, আবৃত্তি শিক্ষক ও শিল্পী রুনা লেইস, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ, সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা সাদিকুর রহমান খান, সাবেক দলনেতা সাদেকুর রহমান সনি, সংগীত শিল্পী সোহেল রানা, রিপন চন্দ, আহসান জামিল আনাস সহ প্রসেনিয়ামের সকল সদস্য ও সত্যশব্দের সকল অভিভাবকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে একক কবিতা আবৃত্তি করে তিথি, জুবিন, ত্বাহা, প্রদীপ্তা, পড়শী, আরশী, শ্রী, জাইয়ান, জয়ীতা ও শুভজিৎ। অনুষ্ঠানের পরবর্তীতে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার ও সত্যশব্দের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।