স্টাফ রিপোর্টার: বেসরকারি উন্নয়ন সংস্থা ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়ার উদ্যােগে বন্যা পরবর্তী সহায়তা হিসেবে রবিবার ২৬ জুন সুনামগঞ্জ পৌরসভায় জীবাণুনাশক ১০ ড্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হয়।
বন্যায় পানি নেমে যাওয়ার পর শহর পরিস্কার পরিছন্ন এবং রোগজীবাণু দূরীকরণে ইহা ব্যবহার করা হবে। এই মহা দুর্যোগে আইডিয়ার এ ধরনের কার্যক্রম প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে।
ব্লিচিং পাউডার প্রদানে এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, আইডিয়ার প্রতিনিধি সুদীপ্ত চৌধুরী, পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, আহসান জামিল আনাস, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।