দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:সুনামগঞ্জ পৌরসভার মেয়র হতে আওয়ামী লীগের প্রার্থী জগলুলের ছোট ভাই নাদের বখ্ত ও বিএনপির প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমনের সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক মেয়র প্রয়াত মমিনুল মউজদীনের ভাই দেওয়ান গণিউল সালাদীন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দুপুরে মনোনয়ন দাখিল করছেনে এই তিন প্রার্থী। জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোতালেব তিন মেয়র প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত আয়ূব বখত জগলুলের ছোট ভাই নাদের বখ্ত, হাছন রাজার প্রপৌত্র বিএনপির প্রার্থী দেওয়ান সাজাউর রাজা সুমন ছাড়াও বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেন গত নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বি হাছন রাজার আরেক প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন।
মনোনয়নপত্র দখিলের সময় দলীয় প্রার্থীর সাথে দলের নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীর সাথে কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর তিন মেয়র প্রার্থীই নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুলের মৃত্যুতে শূন্য হওয়া এই পৌরসভায় মেয়র পদে উপ নির্বাচন হবে আগামী ২৯ মার্চ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল বৃহস্পতিবার।
আগামী ৪ ও ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১২ মার্চ প্রত্যাহার এবং ১৩ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণ ২৯ মার্চ।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আয়ূব বখত জগলুল গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। তিনি সুনামগঞ্জ পৌরসভার টানা দুইবারের মেয়র ছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সুনামগঞ্জ পৌরসভায় সর্বশেষ নির্বাচিত অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত ছিলেন আয়ূব বখত জগলুল। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৮৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গণিউল সালাদীন। তিনি পেয়েছিলেন ১০ হাজার ৪৮৬ ভোট। তৃতীয়স্থানে ছিলেন বিএনপির প্রার্থী সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ। তিনি পেয়েছিলেন ২ হাজার ৪১৪ ভোট।