সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের বিভিন্ন হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. বতকতুল্লাহ খান। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং জেলা কমিটির সদস্য হিসেবে জেলার সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ এই চারটি উপজেলার বিভিন্ন হাওরের বাঁধ পরিদর্শন করেন। বাঁধ পরিদর্শনকালে পুলিশ সুপার পিআইসির সভাপতি ও স্থানীয় কৃষকদের সাথে নানা বিষয়ে কথা বলেন। প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলার হালির হাওর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার শনির হাওরের বেশ কয়েকটি বাঁধের কাজ পরিদর্শন করেন। পরে বিকালে তিনি সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরের বাঁধ, দক্ষিণ সুনামগঞ্জের কাচি ভাঙা ও কাই হাওরের বাঁধ পরিদর্শন করেন।
পুলিশ সুপারের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান, ডিআইও ওয়ান আনোয়ার হোসেন মৃধা, ডিআইও-টু আব্দুল লতিফ তফরদার, বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন, ডিবির ওসি কাজী মোক্তাদির হোসেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন প্রমুখ। পুলিশ সুপার মো: বরকতুল্লাহ খান বলেন, কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত সচেতন বলেই গতবারের অপরিকল্পিত বাধঁ নির্মাণ ও অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছর বাঁধের জন্য প্রচুর বরাদ্দ দেয়া হয়েছে হাওরের জেলাগুলোতে । তবে অন্যান্য বছরের তুলনায় এখন পর্যন্ত বাধঁগুলো পরিদর্শন করে বুঝা যায় এবারের বাঁধের অধিকাংশ কাজগুলো অত্যন্ত স্বচ্চতা ও জববদিহিতার মধ্য সম্পন্ন হয়েছে।