দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: সুনামগঞ্জের দশটি উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন চুড়ান্ত হয়েছে। শুক্রবার রাতে আ.লীগের মনোনন বোর্ডের বৈঠকে প্রার্থী তালিকা চুড়ান্ত করা হলেও শনিবার সকালে তা প্রকাশ করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলায় মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জামালগঞ্জ উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, শাল্লায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশ্বম্বরপুরে উপজেলা আ.লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, ধর্মপাশায় উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ মুরাদ, ছাতকে উপজেলা আ.লীগ নেতা মো. ফজলুর রহমান, দোয়ারাবাজারে উপজেলা আ.লীগ নেতা মো. আব্দুর রহিম, দিরাইয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, তাহিরপুর উপজেলায় জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, দক্ষিণ সুনামগঞ্জ বর্তামন চেয়ারম্যান মো. আবুল কালাম মনোনয়ন পেয়েছেন।
আ.লীগের চুড়ান্ত মনোনয়নে ছাতক উপজেলার বর্তমান চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দিরাই উপজেলায় হাফিজুর রহমান তালুকদার ও দোয়ারাবাজারে ইদ্রিস আলী বীরপ্রতীক বাদ পড়েন। এই তিন উপজেলায় বর্তমান চেয়ারম্যানদের বাদ দিয়ে নতুন মুখের মনোনয়ন দেয়া হয়েছে।