বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন আগামী ১০ অক্টোবর

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২১৫ বার

স্টাফ রিপোর্টারঃ  সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন আগামী ১০

অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীরা পৌরসভার বিভিন্ন এলাকায় অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মেয়র
আবদুল মনাফের মৃত্যুতে বিগত ২৯ মার্চ উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।

এসময় করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে নির্বাচনটি স্থগিত হয়ে যায়। গত মাসে নির্বাচন কমিশন আগামী ১০ অক্টোবর স্থগিত হওয়া
জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করলে প্রার্থীরা প্রচারণা শুরু করেন। বর্তমানে আসন্ন পৌর উপ নির্বাচনকে সামনে
রেখে সরগরম হয়ে উঠেছে পৌর শহর। নিজেদের বিজয় নিশ্চিতের লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা। তারা ঝাপিয়ে পড়েছেন নির্বাচনী মাঠে।
দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া নিচ্ছেন। সেই সাথে ভোটের জন্য অনুরোধ করছেন। প্রচার-প্রচারণা  ও গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীদের সমর্থকরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পৌর শহর। প্রার্থীদের পক্ষে প্রচার মিছিলে সরব হয়ে উঠছে পৌর এলাকা।

এবারের নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান
মিজানুর রশীদ ভূইয়ার (নৌকা) প্রতীকের সমর্থনে দিনরাত কাজ করে যাচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী
রাজু আহমদের (ধানের শীষ) প্রতীকের সমর্থনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা কাজ করছেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী প্রয়াত পৌর মেয়র আবদুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিমের (জগ) প্রতীকের সমর্থনে সমর্থকরা নিরবে কাজ করে যাচ্ছেন ও স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক কৃতী ফুটবলার আবিবুল বারী আয়হানের (মোবাইল) প্রতীকের সমর্থনে কাজ করছেন সমর্থকরা।

প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন। তবে ভোটাররা এবার অনেক সচেতন। তাঁরা বুঝে-শোনে যোগ্য
প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। যিনি অল্প সময়ের মধ্যে জগন্নাথপুর পৌরসভার কাঙ্খিত উন্নয়ন করতে পারবেন। এমন অভিমত ভোটার
সহ পৌরসভাবাসী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ